কুমীরডাঙায় জাগছে বালুর চর
আমরা দু'জন ওদেরও চারজনা
ডুবলে আলো কানামাছির ভয়
আলোক ভেবে আঁধার পরষ্পর।
তাই বলে কি খেলনা ছুড়ে দিয়ে
বিষাদ মুখে উদাস পাথর জোড়া
তটের একূল জাগছে এবার পাড়ে
ওকূল নামে ঘোমটা খুলে দিয়ে।
কুমীরডাঙায় রৌদ্র পোহায় যারা
ঠিক জানেনা ডাঙা জলের মানে
বললে ডাঙা হুমরি খেয়ে ওপর
জল মানে কি স্নিগ্ধ বসুন্ধরা....l
মনের ঘরে রৌদ্র পোষে ডাঙা
জলের ঘরে দু চার বৃন্দাবন
তক্তাপোষে নেতিয়ে রাখে বেলা
কুমীর ডাঙায় জলেরা আধভাঙা।
খেলতে থাকা আমরা দু"জন ওরা
জল ভেবেছি ধূ ধূ মরিরচীকা
টাঙিয়ে বেলা সকাল হল ভেবে
মৌজে আছে দীপ্ত বাধণহারা।