গতকালগুলো ফুরিয়ে গিয়েছে পরশুর
সাড়া নেই, আজই বন্ধু হাতের নাগালে
জীবন জোয়ারে বই।আজকেই আছে
অঢেল বাতাস আকাশের কাছাকাছি
রবে কিনা রবে পরশু পোহালে আজ
একটুক বাঁচি।আজকে ফোটাব যতেক
শখের ঘুমন্ত কলিদল,ঝড়ে গেছে কবে
বর্ণে ,গন্ধে ফুটে ওঠো ঝলমল। আজই
শব্দেরা ঝনঝন খুব একত্রে কলরোল
রত্ন সেজেছে মুখচোখে ঢেউ প্রাণ মন
হিল্লোল। বড় চঞ্চল হাতভরা কথা ,কখন
কে জানে স্থির নীরবতা, খুলে যাবে মুঠো
উড়ে যাবে সব আঘ্রাণ। যতটুক জোটে
আজই জোটাব কাল নয় কোন আখ্যান।
গোপনে রেখেছি ব্যাপ্তি ও স্তুতি ,জৌলুস
আলো সব কারুকৃতি এস এইবেলা ওগো
আজকের ভাব তরঙ্গ খেলা -----
* কি যে হয়েছে লিখতে পারছি না একদম।বহু চেষ্টার পর -