নিরপেক্ষ ব্যানার টাঙিও
ঘোড়া গরু নি:শব্দে জবাই
মুখ চোখে লাল না সবুজ
গেরুয়ায় মাভৈ চলেছে _
মেতে আছে কয়লা ডলারে
যত পারো ব্যোমকাই খেলা
শব্দব্যুহে চরম অরাজগ _
বাধো মুখ ন্যকরা কাপড়ে।
ঘোল খাও বনবন শত
ফক্কা পকেট বারো মাস
কানা কড়ি নিশুল্ক ঘুঁটিটা
গ্ল্যামারের ডলারেই রেখ !
নি:শব্দের মিছিলে বেড়িও
মেরুদন্ড থাক্ বা না থাক্
থলে ভর্তি নি:শব্দ হার্টেরা
নিশর্তে নীরবে বেড়োবে _
ত্রিরঙায় মানুষ উড়েছে _
বিদেশ হেসেছে লোকজন
বাতাস গিলেছে ফাঁকা পেট
সবটাই ইমেজ এখন _!