কাজ কি বিস্তারিত জেনে
মৃন্ময়ী আলে কতটা বিচ্ছেদ
কয়টি লাঙল ঐ
রতিচ্ছেদ জোনে '
কত অশ্রু কতটা বিসর্জণ
প্রমাঙ্গের অলিগলি
কি সমান দাহ্যে আছে জ্বলে
অতলের বিসর্গ স্তূপে
থরে থরে মিথ্যে সাজানো
তাই দিয়ে ভরপুর স্নান !
হৃদয়ে বিছিয়ে
ঝলমলি আভরণ ' ভেতরে অথৈ দাবানল
দু 'ছটাক রশ্মি ছড়িয়ে
প্রাত্যহিক জীবন মরণ_
কেয়ুরের রত্ন পরাগ কান
ক্ষত আছে নিশ্চুপ বনিবনা দিনে
যাকে আমি প্রেম বলতাম
ঢেকে রাখি ঐশ্বর্য জৌলুসে !
মনেও সুগন্ধি লাগে
অজস্র সিন্দুকে ওর জোড়া তালি
ঢেকেছি অলংকার
জরোয়ার হিরে নকশায়
কেমন চমকায় _
কাজ কি দুর্গন্ধ ঐ ক্ষত ঘাটবার
এ বৈভব রতিগন্ধময়
এস অলংকৃত হই !