পৃথিবী তখনও অর্ঘ্য রচে নি কোন
হয় নি ধ্বনিত উদযাপনের গান
নিদাঘ তোমার হঠাৎ পাঠানো চিঠি
বৃষ্টির খামে মেঘেদের উদ্যান।
টিউলিপ কিনা আঁধারে যেত না চেনা
রঙ রঙ কিছু দুলে ওঠা মৃন্ময়
কতটা জেনেছি সৌরভ আছে কি না
এসে থেমে গেল সেঁজুতির কনভয়।
কিছু সখ্যতা গুটি বেঁধেছিল কবে
উদাসী হাওয়ায় এলোমেলো ঝড়াপাতা
মধ্যযামের ফুটন্ত শব্দেরা
নিঝুম রাতের স্বর্ণ কেয়ুর হল।
পত্রে ছিল না আগাম নোটিশ কোন
তখনো বলে নি সংশয় কতখানি
জ্বালাপোড়া মেঘে তখনো সর্বনাশা
আমাদের ক্ষতে দুর্দিন রাহাজানি।
ছড়িরে রশ্মি ছেয়েছে আকাশ জুড়ে
নি:ঝুম এই বন্দিত রৌদ্রেরা
দীঘল ক্ষেত্রে ছায়াদের চাষাবাদে
আমাদের ঘর আমরা পরম্পরা।