ঘৃণা বিদ্বেষ জন্ম নিচ্ছে ধীরে
ছত্রাকের মত শিরায় রন্ধ্রে রন্ধ্রে
নরক পথ চিরে
সেঁধিয়ে রেখেছি কু----প্রবৃত্তিগুলো
শূণ্যস্থাণ অমনই থাক্
কিছুটা পরিচ্ছন্ন হয়ে I
বশীভূত করে নিয়েছি দু:খকে
ভালোবেসে ফেলেছি
দৈনন্দিন সফেদ শুভ্র একঘেঁয়েমি
খারাপ লাগে না আর
ক্রমাগত অক্ষর বুনে পরিপাটি তট বেছাতে
কত সন্মার্গীরা বসেন নিমিত্তের আসন পেতে
মন্দ কথাগুলো পাল্টে যায় মুহূর্তেই
তবুতো মায়াময় হয়।
কারো দীর্ঘশ্বাসের ছাট্ পরে ' আহ্ আক্ষেপ !
টুপ করে ঝড়া পাতাটায় চোখ নামাই
ওমনি করেই সব্বাই একদিন !
ঘৃণা বিদ্বেষ ভালো লাগে না আর
এ বুভুক্ষ সময়ে
চেতনা ছাপিয়ে একাকার হয়ে আছে সর্বস্ব
সমুখে অচীন সেই দৃশ্যপট
ক্ষুৎকাতুর পৃষ্ঠা পাল্টে পাল্টে
তলিয়ে চলেছি আরেক জন্মের অধ্যায়ে
বিষ্ঠাজর্জর আমি ' ঘাম রক্ত মুছে
সমুখে ধরছি উর্বশী ভিডিও _ I
কিছুই খুঁজে পাচ্ছি না,না জন্ম না মৃত্যু
কোনখানেই প্রাণের সঞ্চালন নেই
বস্তুটা পড়ে আছে প্রাণ নামক
প্রকোষ্টে জড়িয়ে _
বদ্ধ খাঁচার মতো ' পদপিষ্ট হয়ে
ওড়ার আকাশ নেই ' ছড়িয়ে বসবার
স্থল নেই ' জল আর তটস্পার্শের
নাতিদীর্ঘ শ্মশাণমাঠে
দাউ দাউ শ্রেনীদ্বন্দের ধোঁওয়া !