বোঝাতে পারিনি তাই -
হারিয়ে দাও
পারঙ্গম যত,ক্ষেত বয়ে গোলা উপাচার,
ছিড়ে দাও গুলি রাখা খুপরি পকেট,
অর্বাচীন মাঠ,কবাডির ছক্,
ভেঙে দাও ঘুরির লাটাই
কেড়ে নাও গোটা শৈশব !
খড়কুটো জ্বালিয়েছি দেখো
পুড়ছে সেসব, ময়নার দিঘি -
জল ফেলে উঠে আসা ডাঙা
কেউ নেই আর, তপ্ত আশ্বিনে চলছে বোধন।
খড় কুটো সাজিয়েছি
তোমরা আসোনি,আসবেনা জানি -
পোড়া লাল শাড়ি, রথচক্র পিষেছে ধূলায়
আগাম নোটিশে, জয়কার মালা -
পারিনি মন্ত্রীর ছক্ দাবাঘুটি মধ্যে বসাতে
প্রতিপক্ষ জিতেছে সহজে
বৈধুর্য যাপনে
এস সর্পদংশ নিয়ে,
হারাও আমায়, ক্ষতের আধারে আরও ঢালো
বিষদন্ত নখর আঘাত। যত পারো
কেড়ে নাও সব।
নেই আর পারঙ্গম কিছু, খুঁটি ধরে তোলা যেত
বিজয় যৌলুস - ভেঙে দাও হিংস্র আবেগে
বৃত্তান্তের পূর্ন উপাচার - জড়ো হও,হারাও আমায় !