আজ আর দোল দিও না চেতনায়
একাগ্রী দানার পর
থাকে নাকি কিছু - শষ্য খুঁটে দেখ
ঘর্ম,শ্রম জুড়ে শুধুই হাহাকার।
কৈবল্য সাজিয়ে
চলে গেছে বিগত সময়
তবু শেষ বেলা পেতে রাখে উদগ্র থাল্
যদি কিছু - শীতবস্ত্র, আচ্ছাদন
ওমের বালিশে
শুয়ে আছে সজ্জনের দাক্ষিণ্য উদর
সন্ধি আর শূণ্য মেলাতে
বয়ে যায় প্রবাহী সময় - ঝুলে রাখে
বৃন্দাবনী পুটলি সমেত
ডালে ডালে ধূপ ধূণা আর মহোৎসব।
বৃথা স্বর্গ ঘিরে নি:সার দোল্
দিও না আবার, টুকরো দানায় সুদখোর
ঝুলি, শষ্যক্ষেত্র সেজে দাও
দানাপানি ভোগ
টেনে দেখ ওরাও পেতেছে
কে না চায় - দানাপানি,বুভুক্ষার দোল।