আজ সব চখাচখি
***************

কি করে ছাড়ব তোমায়
মিলিত হয়েছি এই যাবতীয় উষ্ণতায়
এ বিষাদ, ছেড়ে যাওয়া দিনক্ষণ
শ্বাস প্রতি প্রশ্বাসে !

টি মগের চুম্বন, স্বল্প ধোঁয়ার আঁচ
প্রারম্ভিক তুমি সেই
হালকা কুয়াশা চাদরে এলে
স্বচ্ছ কুচির মিশ্রণ
স্বর্ণপুরীর খচিত মূর্তি যেন
আমারেই দিতে এলে
বহুদূরে থেমে যাওয়া জাগতিক ঢেউ

মাঘেরা জানেনা ঠিক
কোথায়,কখন ঠেকে যায় অন্য প্রাচীর
বেড়ে চলে যাতায়াত মেঘ কেটে
ঝুঁকে পড়ে নাক্ষত্রিক গ্রহ
পৃথিবী নুয়েছে, ঋতুদের পাশে
সঙ্গে আমিও -

তখনও ছিলাম ছায়াবৃতা হয়ে
পুরোটাই নিতে চাই আগের মতন
ঠিক যেন আঁতুরে উত্তাপ
পূবঘাটে জোয়ার এসেছে, পড়ন্ত বেলা
সময় এসেছে এইবারে ফেরা
প্রতিলব্ধ তুমি প্রতিবার বিছিয়ে পার্বণ
ফিরে যাও অন্য প্রহরে -

যাবো কে কোথায় এ আয়েসী মন
হাত পেতে বসি মুখোমুখি
চুয়ান্নের পরে এখানে হবেনা দেখা
বেঁকে যাবে ভরন্ত দিন, ছুঁয়ে দেখ অথৈ জোয়ার
পৃথিবীর জৌলুস গ্রহে
আজ সব হাত পাতাপাতি