প্রদক্ষিণ শুরু হল
বই খাতা ফেলে যেমন ঢুকেছিল
রমেন স্যারের রেস্ট রূমে
স্পর্ধার আঁচল সরিয়ে

ওকে ক্রমাগত টেনে নিল
নিখাদেরা পরস্পর
কূয়োয় ভাসছে হিস্ট্রির নোটস
টেবল থেকে ঊঠে গেল একদল
ভবিষ্যৎ
ওপাশের ল্যবে তখন ব্রেন বেঁচছেওরা
ক্লোন ভেঙে ছাত্র সন্দিহান
ওরাং ওটাং না মানুষ,মানুষ না শিম্পাঞ্জি
কার ক্লোনে তীক্ষ্ণতা।

তিক্ষ্মতা চাই তীক্ষ্মতা,ফাঁকা ক্লাশ থেকে
স্যারের উদ্ভট আঁওয়াজ
রোল কলে উপস্থিতি নেই
বই খাতা পরষ্পরের মুখ চাওয়া চাওয়ি

মঞ্চে ভাষণ, দেশ সমাজ গড়তে......

পাশেই জমাট মঞ্চ নাটকে মজেছে
প্রেম কাব্য ( প্রাপ্ত বয়স্কদদের )

ঘর ,সমাজ দেশ সব ফাঁকা

স্কুলে তখন জমায়েত শ্লোগান
" চলছে না চলবে না......."
যদিও  মেয়ে স্কুলের বড় দি ভয়ানক কড়া।