অতএব -
গড়ে ওঠা অভ্যেসটাকে
আছড়ে দুমড়ে মুড়িয়ে পাল্টে
দেওয়া হল -
নিষেধাজ্ঞার নোটিশ টাঙিয়ে
রাখা হল রুটিনের
পাশাপাশি, যাপন শেষের
পরিক্রমাগুলো রইল
আক্ষেপের বিষয়ভুক্ত হয়ে !
বৈশাখী হাওয়ায় এই যে
দুলে ওঠা অন্তরীক্ষ
একে আমি দোলাব কোথায় -
চৈত্রে দু'কলি রেখেছি লুকিয়ে
সোনালি শীষে
রাত শেষের বৈধুর্য্য
অশোক পলাশ লেপ্টে দিচ্ছে সুধা
অতএব -
পটচিত্র বেয়ে নেমে যাচ্ছে যাপন
ভাঙা চোরা মজ্জা বেয়ে
হৃদয়ের ত্রিবর্ণীকরণ, অত্র বৈশাখে
এ বাড়ি ঘর মোহ আমিত্বের
কিসের হেতু, কিসের ওপর বসে আমার
সান্নিধ্য যাপন
হৃদয়জুড়ে আসন পাতা যার
আসেনি সে তাকে তোর্সার আমন্ত্রণে
যেতে হল, হঠাৎই
সোনালী রোদের মত চোখ ঝলসে !
তখন আমি পুকুর পারে
চড়াইয়ের মৃত পালকগুলি তুলে রাখছি
আগামী ভোরের জন্য !
কড়া নেড়ে ফিরে গেছে হয়তো সে -