দাউ দাউ অগ্নিবলয় থেকে
পালিয়ে এলাম, বিশাল স্ফুলিঙ্গে তখন
যজ্ঞের ঘি'
গড়িয়ে নামছে
সামাজিক প্রেক্ষাপটের ডিরোজিও
রামমোহনের
কষ্টার্জিত আইনি বলয় I
দেখলাম একটাও বৃত্তান্ত নেই
নেই কোন প্রতিষ্ঠান
ত্রি বর্ণের পিঠে ভর করে আছে কেবল
শব যাত্রার পূণ্য মন্ত্র আর একদলা
পূণ্যলোভ I
পরিস্থিতির দোষ দেই না
সে তো আগুণে ফেলে
যাচাই করে নিতে চায় মনিষীর
নথিসূত্রগুলো
উন্নতির কাঁসর ঢোলে
কালের নিধন যজ্ঞের আগুণকে
করলাম চ্যলেঞ্জ,
উঠে দাঁড়ালাম
অন্ধকারের বুক চিরে,
মুঠো মুঠো আগুণ গিলে ফেললাম
নিমেষেই
এখন ও আমার বশ!