উপচে উঠেছে গোলাঘর
অঘ্রাণ ধানে
শীত কুয়াশা আমন্ত্রিত
চাদর ঠেলে দেখে নিয়েছে
রসোই পুরের উৎসব
কাছে যেও না তিন বেণী বাঁধা মেয়ে
মোড়ের কাছেই থেকো !
মায়ের রসোই শেষ
নিখাদ জলে তোমায় ভেজাবে বলে
অপেক্ষার রাত জাগা
তটস্থ থেক ঘাটপাড়
মাঝির বৈঠক
শষ্যের ঘর
যদি মেঘে মেঘে তুষের প্রলেপ
আমাকেও নিও
আমিও আল্পনা পারি
চাষের ব্রতের !
হেমসখা এতজল কোথায় গড়াবে
কিছুটা বন্দী থাক নগর সভায়
ঐশি আলোয় আমিও দেখেছি
মায়ের বিপন্ন আঁচল
ঘুমন্ত মুখ জোটবদ্ধ ছুঁয়েছে জৌলুস !
তুই এখন নথিভুক্ত মেয়ে
যে কোন সময়
তোরও
কান বেঁধা হবে নির্লিপ্ত সভায় !!