লাল নীল আলো তখন
ফোকাস ফেলছে চোখ মুখের উপত্যকায়
মনোরম
নৈসর্গিক পরিসীমা
মাথায় হাত রেখে কাতর পরিক্রমা
আমরা আছি " আমরা থাকি !
সেই হাত, কাধ, প্রপাতে_
উঠে দাঁড়ালাম এক রশ্মির কাছে
বেশ কিছু গতিময় শব্দ তত্ত্বের বেশ বিন্যাস,
একরাশ হৃদয় বিছিয়ে
সৌহার্দ্য সাজিয়ে
ব্যথা,শোক টপকে আমি ওদের স্বজণ _
একশত আলোক
ধুয়ে দিচ্ছে একাকিত্ব
কাধ হাত বেয়ে রাশি স্ফুলিঙ্গের ভীড়ে
মেতে উঠলাম, শব্দ গন্ধ শ্লোক
দুলে উঠল ঘর,চতুর্পাশ নেচে উঠল
অন্তরাত্মা !
আমি দেখাছি হরেক
শব্দের হরেক বৈচিত্র্য কেমন
ভুলিয়ে রেখেছে আমায় __