কে কাকে অব্যর্থ ভেদ করি
এই যে সরঞ্জাম
যাপনের থাল্ পেতে
তীর্থের কাকের মত
অনিশ্চিত -
একটাও সূচি নেই
একটাও পঞ্জি, নিদেনপক্ষে
মাঠ ঘাটের খিলখিলিয়ে ওঠা
একটা ঝলক !
সবে তো বসেছি লক্ষ্যের ঝাঁপি খুলে
এক গাল হেসেছি মাত্র
বায়োপ্সি রিপোর্টের আগে
কথাগুলো বলে ফেলা দরকার
যদি নি:সীম হয়ে
হারিয়ে যায়, ফাঁকা থাকলেই
ভবিতব্য ফ্ফু
ফ্লুরসেন্ট নিয়নের মত
আচমকা উধাও, ঘন্টায় ঘন্টায়
অক্সিজেন ভরেও
রেহাই নেই ! তুলোর ফোম ছেড়ে
হয়তো সে বিচুলি গাদায়
ঝড় তুলতে ব্যাস্ত !