এবার মৃত্যু হলে সংসারের দিকে নয়
আকাশ বায়ু যেকোন একদিকে
ফিরিয়ে দিও মুখ, শ্বাশ্বত পুরুষের
ফিরে যাওয়া ছেড়ে যাওয়ার
শেষ উচ্চারণের পর !

আজন্ম চেয়ে থাকা ভিতে
বেঁধে দিও দৃষ্টি বদ্ধ চোখ, শতক পেরোণো
অজীৰ্ণ পিতা, পক্ষাঘাতী মা
উচাটন সন্তানের এলোথেলো বেড়ে ওঠাৱ
স-ব-টা ক্রমান্বয়ে !
হিম শয্যায় শুয়েও
গনে চলি পদক্ষেপ, কতটা ছাড়াল উচ্চতা
দৃষ্টিবদ্ধ আমি একে একে গুণে রাখি
তেরোর দামি ফ্রক,ফাউন্টেন
ক্যকটাস স্যু আর একরাশ অলিখিত নিরুচ্চার !

পৃথিবীর দিকে
এবার মৃত্যু হলে পৃথিবীর দিকে দিও চোখ
ছিড়ে দিও স্থাবরের নারী
সম্পৰ্ক সত্তাগুলো সব, কেটে দিও
নির্লিপ্ত আঁচড়ে। হৃদবৃত্তে
হুলস্থুল ! ক্ষণেক পুড়িয়ে দিও পুঁতে
খানা খন্দ বিলে -
চিন্ময় দেহ শুধু - স্থির দৃষ্টি অপলক চোখ
কোনদিকে নয় আর -
এবার মৃত্যু হলে পৃথিবীর দিকে
ফিরিয়ে দিও মুখ !








* কবি কৃষ্ণা বসুর 'মেয়ে মানুষের লাশ' অবলম্বনে লিখতে চেষ্টা করলাম। কি হল কি জানি।