অবান্তর এ চলে যাওয়া
মগজেও বায়ু জমে প্রদাহ ঘনায়
পূঁতিগন্ধ বলে !

অপেক্ষায় উপেক্ষায় নাভি শ্বাস হলে
সেই লক্ষ্যে রোষ চিহ্ন থাকে
কিংবা অবান্তর
আছে কিংবা নেই
চলে যাওয়া হিট হলে থেকে যাওয়া ফ্লপ !

ভেবে নাও মৃত্যু সত্যি জীবন বেয়ারা
যত খুশি সাপ্লাই করো
অর্ডারও অপ্রতুল হলে
করঞ্জাও হয়ে যায় রঙীণ গেলাস !

শোন, থেকে থেকে চলে এস বলো
হৃদযন্ত্র নেভাতে শেখ নি
প্রভু আর তরবারি ক্লাশে হে:হে: আমি সেরা
আমার রসম। কে আছো বুর্জোয়া
অযথা এ তামসিক ছো:
এখনও দেখ নি
এ কৈবল্য মেয়ে আমি নিসর্গে রয়েছি
পার যদি মোকাবিলা করো !

হে অর্বুদ! এত যদি প্রেম
স্মিত হাস্যে এস,মগ্নকাম এ প্রান্তর যৈবন প্রাক্কাল
খোঁপায় বিনুনী ঐ কালো মেয়ে
জীবন দেখে নি, সোনালী গমের শীষ
বাদামী গলায় চেয়ে আছে
তৈজস বুটিকে,উদ্যত ফনামুখ
জ্বেলে দাও পূর্ণ দৃষ্টি ওর !

সাত সাত রঙ, সমুদ্রেও তাই,অগাধ ব দ্বীপ
নক্ষত্রের ভীড়,অযথা তোমাকে ---- ?
স্বাতীর বৈধুর্য্য, দীপ্তমান চিত্রলেখা
অরুদ্ধতীও এই
প্রভা খুলে উঁকি দিয়ে দেখি কতটা প্রাঞ্জল
কত তার আঁকি বুঁকি স্বর

আদম কামড় শেষে আমিও উল্কিলোক
গোলাপ বাগ পাপড়ি ছুঁয়েছি
শাপগ্রস্ত পরে আছি,নিষেধ ক্ষত্রলোকে
পুরো গ্রহ উপগ্রহ খাবো -------!