এইতো হিসেব মানুষ নামের খাঁচা
কে জানে কার নোটিশ আছে সাজা
ইচ্ছে তো হয় ভালোলাগার মতন
আঁজলা ভরে জড়িয়ে রাখি জীবন
থাকত যদি সেই পুরাণের বাঁধন
দু' হাত ভরা ধূলা বালির রাশি
উড়িয়ে দিয়ে চোখ ভাসিয়ে ধূ ধূ
ছলছলে চোখ খিলখিলিয়ে হাসি
কি যেন সেই শটটা ছিল রেডি
প্র পিতাদের টকটকে চোখগুলো
আজ বেহায়া ছুট্ হয়েছি দলের
কিন্তু কোথায় নীল রংয়া দিনগুলো
হারিয়ে গেছি সব হারানোর দেশে
কেউ চলেনি অশ্রু মুছে দিয়ে .....
বলেনি কেউ এই'নে সেসব দিন
বন্ধু হয়ে ফিরিয়ে দিলাম এসে !
আবোল তাবোল ভাবনা এল মিছে
সব ঘটনা যায় জড়িয়ে শেষে....
অন্য আরেক গল্প শুরুর পালায়
সেসব দিনের পঞ্জী গেছে মিশে !