অনাবাদী ঘাসগুল্ম আগাছের ভীড়ে
কোথায় উদ্ধার খুঁজি ---স্বর্গ,মর্ত্য ভূমি
সে কি বোঝে পরমার্থ বাম হস্তে
যার প্রদীপ প্রজ্জলন।
সুদৃশ্য বাতায়ন ফসলী মাটিতে
যে যত্ন ফলেছে মনে, সে পারেনা রক্ত ঝড়াতে
পারে না সে সম্বল কেড়ে নিতে
দৈনিক আলো উত্তাপে যেখানে কাব্য ফলে
কোনদিন ফলেনা দস্যুতা, নিরর্থক লোভ
অহেতুক মারণের বেশে
কোনদিনই হানে না আঘাত।
যে বোধের গভীরে অথৈ হৃদয়
সেখানেই ফলন্ত মানুষ,রোদ জল ঝড়ে
একরাশ হৃদয় ফলানো।
তবু
আগাছের ঘায়ে আনত দস্যুতা আছে
আঘাতের ক্ষত, হরেক বেদনা আছে
যন্ত্রণার শত ইতিকথা-
ঢালহীন সেনার মতন
যুদ্ধাহত পরাজয়, ক্ষেত্র থেকে পলায়ন
রক্তাক্ত সৈনিক,একগুছ মড়চে তলোয়ার
না হওয়া দোকানীর এক
লুপ্ত পরিহাস !