এ জীবন নুড়ির মতন
বড় দু:সহ বেলা,পদচিহ্ন রেখে
নেমে গেছ কবে
আজ আবার ধূলার আড়ালে
কি খুঁজেছ কবেকার লুকোনো প্রত্যয়
আমি তো বুঝেছি শরীর
এক তুচ্ছ যাপন
প্রেমহীন উষড় পিপাসা
কে আছে প্রশ্বাস সেজে হাতে হাত
মেলাবে সাগর
সবটাই আজীবন খেলা নিষ্ঠুর বড়
দেখেছি যতটা একেক সংখ্যা ঘরে
ব্যার্থ হতাশা দুরারোগ শত
গড়ে শুধু খেলাঘর
আজীবন মরিচীকা ঘিরে
শরীরের চলাচল আমি শুধু ব্যর্থ প্রেমিকা
স্বর্ণপ্রভা আছে ভেবে
খুঁজেছি তোমায়
আরো শত তপস্বীনি
উপাস্য তোমার,অযথা নি:স্ব সাজ শুধু
এ কেমন বিরহ দহন
এ বসন্ত সমাগম বৃথা যায়
অনন্ত যৌবন
যে ছিল প্রেমিক অন্য বাহুলগ্ন সে ও
আরও শৌর্য্য চায় আরো আরো রুপ
যৌন সমৃদ্ধি চায়
ভোগ সুখ বাসনা সঞ্চয়
পৃথিবীর সবটুক ক্ষুন্নিবৃত্ত সুখ.....
হয় নি শুধুই দেখা
নিজ বুক চিরে বিচ্ছিন্ন হৃদয়টুক।