#শিরোনামঃ-- শেষের চাওয়া।
#সৃজনে-- মল্লিকা চক্রবর্ত্তী।
#তারিখ --(২২/১২/২১.)
কখখক/কখখক/গগ/চছচছ/
___________________________________
প্রভূর চরণ ছাড়া কিছু চাই নাতো!
এটা জীবনে প্রথম,শেষের চাওয়া,
যেটুকু দয়া পেয়েছি সে পরম পাওয়া!
কিছু না চাইতেই সে দিয়েছেন কতো!

মা,বাবা,স্বামী,সন্তান, গাড়ি, বাড়ি,যতো!
হঠাৎ করে শ্রীহরি কে স্মরী যাওয়া ;
হৃদয়ের গভীরেতে শ্রী গীতা গাওয়া!
মৃত্যুটা হয় যেনো গো কর্পূরের মতো!

কাহাকেও কষ্ট দিতে প্রাণ নাহি চায়,
হরিধ্বনী যেনো মোর কর্ণে শেষ যায়।

শ্রাদ্ধশান্তি প্রয়োজন মনে চাহি নাই।
শ্রদ্ধায় করতে হয় শ্রাদ্ধকৃয়া তবে,
বেঁচে থাকতে খেয়েছি পরেছি যা তাই!
এতেই সন্তুষ্ট কিছু না করতে হবে।
-------------------------------------------------------