শেষ জয়ে জয়ী হতে চেয়ে ছিনু আমি!
অতৃপ্ত হৃদে মোর রক্ত ক্ষরণ সদা,
সকলের অগোচরে তা জমাট বাঁধা।
ছিঁনিয়ে আনিলো জয় উপলক্ষ স্বামী।
কেঁদেছিনু যতো খানি অশ্রু দেখি দামি,
ভেসে গেলো দুঃখ যতো দেখিলাম সদা,
ভুলে যাচ্ছি অতীতের ব্যাথার সে গাদা।
মুছে দিলে আঁখি বারি তুমি মোর স্বামী।
সত্যমেব জয়তে যে সংস্কৃত বাণী,
প্রমাণ হইলো আজি সবটুকু মাণী।
ঈশ্বরের নির্দেশেতে করিয়াছি কর্ম,
ঞ্জানি গন তাই সদা সহ্য করো বলে,
সন্তুষ্টি দিতে চেষ্টাই ছিলো মোর ধর্ম।
বিজয় মাল্য দেখছো ঝুলিতেছে গলে।