গরম কালে আরাম পেতে‚
দারজিলিং এ আসি ।
দীঘা এসে ইচ্ছা করে ‚
সমুদ্র তে ভাসি ।
বিদাসাগর জন্মেছিলেন ‚
বীরসিংহ গ্রামে ।
নদীয়াতে নিমাই পুজো ‚
নবদ্বীপ ধামে ।
কলকাতা যে শহর বড়ো‚
হরেক রকম মেলা ।
সল্টলেকেতে দেখতে যাব়‚
দেশ বিদেশের খেলা ।
হাওড়া থেকে আসতে হেতায় ‚
রবীন্দ্রসেতু পড়ে় ।
দেখবে শহর‚অনেক মানুষ়-
মেট্রোরেলে চড়ে ।
জোড়াসঁাকোর ঠাকুরবাড়ি়‚
অনেক রকম মেলা ।
শান্তিনকিতনে এলেই‚
জুড়ায় মনের জ্বালা ।।।