রক্তঢানায় হৃদ আটকে আছে অসুস্থ গাছছায়ায়।
পলকহীন চোখে নিমফল গোলে---- গেছে
ঈষাণ কোণের বড় দীঘির পাশে।
মাছের ডানায় প্রজাপতি এঁকে সদরে হেটে যাচ্ছি আমি।
আত্মদহন ক্রমাগত গাঢ় হয় ফাগুণ ফুলের আড়ালে। টিপটিপে জ্বলতে থাকে জোনাকপোকা
সন্ধ্যার জানালা ধরে।
মোমবাতির আলো উচড়ে পরে আন্ধকারের কোলাহলে।
অপ্রিয়তার মাঝে কবিতা ঝুলে আছে।