চতুর্দশীর জ্যোৎস্না চিকমিকে অন্তরালে স্থানান্তরিত হতে হতে আঁটসাঁট বক্ষবেদনা সয়ে নিতে হয় হাসিমুখে।
চাঁদকপালি পত্নীর উষ্ণস্নেহ হারহামেশাই বয়কট।
নিশিকাব্যে তাকে হারাম বলে ঘোষণা দিয়েছে রাষ্ট্র।
রাষ্ট্র পত্নীর সুলভদিক তালাশ করছে।
আকাশে নক্ষত্রের ডালায় নীলপদ্ম অশ্লীল নিরেট আলিঙ্গন করে নিদ্রায় মগ্ন।
এখানে রাষ্ট্র চোখে কালো গ্লাস পড়ে ঘুরছে।
পত্নী আর নীলপদ্মের মাঝে আকাশপাতাল পার্থক্য?
কিন্তু প্রতিটা পল্লিতে প্রিয়সীগনে নীলপদ্ম কে প্রেম বলে বুকে টেনে নেয় ।
২৬ জ্যৈষ্ঠ ১৪২৬