অন্ধমস্তিষ্ক সুয়ারজম ভঙ্গিমায়। বৃক্ষের মতো সরল ধ্যানমগ্নে মাজাভাঙ্গা মদগাছ। পাটিগণিত  আর ধারাপাতে লেখা আছে প্রিয়সীর সুভাষী উষ্ণপরশ।
পালকহীন পাখাদুটায় কবিতা লেখে স্বাধীন মঞ্চে আবৃত্তি করে হার্মিংয়ের কণ্ঠে।

কবিতার চরিত্রে, প্রিয়সী পালকহীন পাখনা নাড়ে। ট্যাটু করে--- জ্বালিয়ে দিয়েছে পালক।
  দু'পেগ   ঢেলে স্বাভাবিক অবস্থায়  অন্ধমস্তিষ্ক কবিতা লেখে।
বারে বারে কবিতার লাইন গুলো নিরেট মানতে গিয়ে ঢুকে পরে জুলুমের ঘরে।

গ্রাম থেকে শহর। অন্ধকূপ থেকে আলোড়ন। ল্যাম্পপোস্টের ছায়াঘরে কপালে  রেডসসিগনাল লাফালাফি করে।