তোর হৃদয় জুড়ে জড়তার ভীড়
খুবলে খেয়েছে নত জানু আত্মাকে।
হীনমন্যতার পাঁজর ভেঙ্গে বেড়িয়ে গেছে
কপাল ছিদ্র মানচিত্র।

উষ্ণ পরশ কিম্বা কামুকতা
বেড়াজালে আটকে নেই আজকের ক্ষুধার্ত সমাজ।
তবে আমি হতে পারি অসামাজিক
কিন্তু আমিও সমাজের বাহিরে নয়।

গাবতলার ছোট্ট পুকুর
অবহেলায় আজ পঁচা নর্দমা।
ডোমের মাঝে আটকে আছে
ভাতহীন পৃথিবীর ডাইনিং টেবিল।
পৃথিবীর পেট চুপসে —- যাচ্ছে ছিদ্র বেলুনের মতো।

খাদ্যহীন পৃথিবী আজ বড্ড অসুস্থ
তোমরা সুস্থ —- কর সবুজপৃথিবী কে।