এটাই সেই দিন
একদিকে মৃত্যু
অন্য দিকে ভয়।

মাঝখানে
আমার
তোমার
আর
অন্যের
মৃত্যুর দিকে ঢোলে পরা জীবন।

ওদিকে শুধু ফুঁপিয়ে ফুঁপিয়ে
কাঁদছে খাদ্যহীন বিশ্ব।

ছন্দের মতো মাত্রা গুণে ত্রাণ দিয়ে যাচ্ছে তথাকথিত রা।

ঈশ্বর তাকিয়ে আছে সমাজ ব্যবস্থার দিকে—-
আমি আর তুমি সংশয়ে আছি আমাদের শেষমিলন নিয়ে।

আজ বেশ্যাবাড়িও শান্ত
ক্লান্তলগ্ন শেষের দিকে—-!
জরাজীর্ণমস্তিষ্ক ঘুমিয়ে আছে;
প্রকৃতির বুকে ফিরে আসছে সবুজের বাজার
কলকারখানার কালো ধুঁয়া থেকে
আজ পৃথিবীও মুক্ত।অবশেষে আমাদের কি হবে?