আমি নেশাগ্রস্ত, তাই-
প্রকৃতির সুখে হয় আপনার সুখ;
আমি নেশাগ্রস্ত, তাই-
প্রকৃতির দুঃখে হয় আপনার দুঃখ।
আমি নেশাগ্রস্ত, তাই-
জনসুমদ্রে খুঁজি মানবতার ঢেউ;
আমি নেশাগ্রস্ত, তাই-
আমাকে খোজেনা কেউ।
আমি নেশাগ্রস্ত, তাই-
পথে ঘাটে বার বার নিজেকে হারাই;
আমি নেশাগ্রস্ত, তাই-
অপরের দুঃখে নিজেকে ভাসাই;
আমি নেশাগ্রস্ত, তাই-
বারং বার দিশা হারাই;
আমি নেশাগ্রস্ত, তাই-
আমিও আমাকে বুঝতে চাই।
আমি নেশাগ্রস্ত, তাই-
খুঁজে বেড়াই স্বাধীনতার ভাব ধারা;
আমি নেশাগ্রস্ত, তাই-
মাঝে মাঝে হই জ্ঞান হারা;
আমি নেশাগ্রস্ত, তাই-
পরে থাকি প্রকৃতির এক কোনে;
আমি নেশাগ্রস্ত, তাই-
আমার কথা কেহ নাহি শোনে।