আমি কবিতার ভাষা হারাতে দেখেছি।
আমি দেখেছি দুঃখ বোঝাতে অরিজিৎ এর গান-
ফোনের কলার টিউনে।
আমি মিলন উৎসবে মনের মিল দেখিনি ,
ডি-জে-র লড়াই পড়েছে চোখে।
আমি দেখেছি মানুষ কাটে মানুষ কে-
কাগজ এর জন্য!
ধর্মের নামে হারিয়ে ফেলে নিজেকে
মানুষ হয় মানবিকতা শূন্য।
কথা বলতে পায়না ভাষা ,
গালি দিয়ে করে ভাব প্রকাশ!
আমি দেখেছি মনের মধ্যে হিংসার বিষ
বাইরে দিচ্ছে কোমল আশীষ।
আমি দেখেছি মুখোশ পড়া শত্রু
সম্মুখ সমরে-
আরো দেখেছি হারিয়ে যেতে সততার
অন্ধকারের গভীরে !
আমি ভালোবাসাকে পালাতে দেখেছি
উজ্জ্বলতা র হাতটি ধরে
আবার ভালোলাগা কে পেতে ডেকেছি
অন্ধকারের পর্দা চিরে।