দেখতে দেখতে সবাই বড় হয়...
বুড়ো হয় মোমবাতি।
থামে সময়ের ঘন্টা, ভাঙ্গে কোন-টা ঘড়ির।

দেখতে দেখতে মিলায় মানুষ,
থামে গর্জন।
এগোয় বিজয় মিছিল, হয় নির্জন
সমান্তরাল কাল বুক চেরা পথ।

দেখতে দেখতে শান্ত চক্ষু ....,
ক্লান্ত হৃদয় -
তীক্ষ্ণ স্নায়ু শিথিল বিশ, মনেতে ভয়
নয় তো কিস্তিমাত? খোয়া যায় সিপাই!