শুকায় গিয়েছে কুঞ্চিত মালা
বঞ্চিত আমি আজ
শরশজ‍্যায় শায়িত আমি
অনুভব করছি মনস্তাপ।

স্মৃতি বিস্মৃতি, সঞ্চিত বুকে
পুঞ্জিত বিষ জালা-
হারাই ফেলেছি সম্মান আজ
বক্ষে বিঁধেছে 'ভালা'।

তীক্ষ্ণ যে স্বরধ্বনি
হয়েছে আজ মলিন
পরনের বস্ত্র রক্তে ভাসিয়া
হয়েছে ভূমিতে বিলীন।

তূণীরের তীর খসিয়া পড়েছে
ত‍্যাগ দিয়েছি ধনুক
শরীরের রক্ত চিৎকারে বলে
যুদ্ধ এবার থামুক।

          কারণ

'গণ্ডিব ' এবার গর্জে উঠবে
করবে তীরের বৃষ্টি
'বিজয় ' ধনুক অস্ত্র সাজাবে
প্রলয় করবে সৃষ্টি।

           তখন

প্রবাহীবে বাতাস ঘন ঘন
আকাশ চমকিবে ক্ষণো ক্ষণো
নিরস বদনে চেয়ে রবো আমি
মুক্তির অপেক্ষায়।

         অতঃপর

"অনন্ত-বিজয়" নিনাদ  করছে -
"দেবদত্ত" নিনাদিছে রণ হুংকারে
       আর -অপেক্ষা
"পাঞ্চজন্য" নিনাদ করবে -
দাপর - কলি র অন্তরে।