সাগরের মাঝে লাল পদ্ম!এ তো অবাক কান্ড
তোমরা ভাবছো।তাই না?
কিন্তু আমি তোমাদের বলি।এই ঘটনা
অবাক হবার মতো কিছুই না....
এটাই কঠোর বাস্তব।বেঁচে থাকার
আকাঙ্খা।বিধাতার অপার করুণা....
তুমি তো কিছুই জানোনা!আর আমি জানি
কতটুকু তা আমিই জানি।
বেঁচে থাকার ইচ্চা , বিধাতার করুণা
আর প্রকৃতির সঙ্গে দ্বন্দ্ব.... দ্বন্দ্ব... দ্বন্দ্ব..।
নিজের পায়ে পায়না সাপোর্ট।
বেঁচে থাকার ইচ্চা প্রকট
বাঁচিতে না পারে....
নোনা জল যেন টুঁটি টিপে ধরে।