শান্ত এবং সাংঘাতিক জীবন'কে
সাথে নিয়ে
অভিজাত নিশ্বাস ফেলছি
বেঁচে থাকার জন্য কেবল নিশ্বাস নেওয়া জরুরী
বলেছিলো ভাস্কর
আরো বলেছিলো মৃত্যুর কথা মনে পরলেই মনে হয় একটা সিগারেট ধরাই
এখন ভাস্করের স্মরনে একটা সিগারেট দেবেন প্লিজ
আমি আরো বেচে থাকতে চাই
এবং লক্ষ লক্ষ নিশ্বাসের ভেতর হতে
বিপরীত উজ্জ্বল রঙের তারিফ করতে হবেই
তাহলে আমি বিষণ্ণ ভরাট গলায়
সুপ্রভাত জানাতে পারি
সফল সব বন্ধুদের যারা রক্তমাখা থাবা
নিয়ে বসে থাকে, আমাকে চিতার চরিত্র আলাদা চিনিয়ে দেয়,বলে মলয় তুর্কী কেদারায় এক বেড়ালের মত শুয়ে আছে- চারদিকে চমৎকার..মালিকের চালচলন..