আশ্চর্য আধার মাখা তোমার দুচোখ আমার চিরকালের প্রিয়।

মনে হয় - পৃথিবীর সকল রহস্য জন্মেছে তোমার দুচোখ হতে।

বৃষ্টি - সুপরির বনে বাতাস ঝিল্লির গান আর সবুজ শক্তির স্পর্ধা নতজানু থাকে - নীরব শোভন চোখের তরে!

ভীষন নির্জনতার মধ্যে প্রানবন্ত ঋতুর স্বর। আবার কখনো দীর্ঘ নৈঃশব্দ্য।

বাতাস চলে যায় বয়ে। নিথর আকাশ দেখি। রয়ে যায়, আশ্চর্য আধার মাখা তোমার দুচোখ আমার চিরকালের ভীষন প্রিয়

শুধু,
তোমার নিশ্বাসে কম্পিত হয় - অন্য কোনো ভুবন - অন্য কোনো হৃদয়!

তুমিও নিথর আকাশ দেখো নাকি?

১৬/২/১৮।