গাছেদের সাথে কথা বলি আর গান গাই। প্রচুর।  বিস্কুট খাই মেয়েদের পাশে বসে।

বিদারক চিৎকার মেলে দেয় ডানা।

হাওয়ায় হাওয়ায় শনশন বয়ে যায় দহনকনা। ভাষাহীন।

দলে দলে ভেসে থাকে কোমল আস্কারা। ঘুরিয়ে নেয় মুখ এক মাথা উঁচু মানুষ আর -
নতুন কিছু গাছ এগিয়ে আসে। কথা বলি, ফুরোয় না হাসি।

মেয়েরা, পাশে এসে বসো।

অন্য এক বিস্কুটের প্যাকেট খুলতে খুলতে তোমাদের ও শিখিয়ে দেই বিষণ্ণ হৃদয়ের গান শেখার একশ একটি কঠিন উপায়!


১/২/২০১৮।