দারুন জাদুকর সেজে বসে আছে কঠোর দীর্ঘ দিন। তার ব্যাগে আছে বিধাতার বিধান।
আর সে জাদুকর নিজেই চালায় তীক্ষ্ণ ছুরি দুনিয়ার শিরায় শিরায়!
গড়িয়ে পড়া বিন্দুগুলি বেজে উঠছে-
আমার ঠিকানায়।
অব্যাক্ত বেদনার সুর নিঃশ্বাস হতে খসে খসে যায় ।
এ ছুরির ভ্রমন এখনো কাটেনি আমায়। শুধু সুর করে যাচ্ছে। সুরে সুরে ছুরি ঝুরঝুরে মাটির মত কেটে কেটে যাচ্ছে আমার চতুর্দিক। আমি হালকা হয়ে যাচ্ছি সম্পর্ক শুন্যতায়। আনমনে ভাসছি - অল্প উঁচুতে।
এবার -
জাদুকর, ছুরিকে ভ্রমনে পাঠাও আমার কাছে। চিরে ফেলুক তিনমহলা ঘরদোর। গন্ধের উৎস। চুপচাপ ফিরে আসা আর বিচিত্র সব কৌশল।
আমার ঠিকানা সুরাইয়ার কলিজা।
২৭ . ১০. ১৭।