বিরহ এসেছে।
মস্তিক চিরবিমুঢ়।
সহজ শব্দের দিন।
প্রান্তর জুড়ে বিষণ্ণ ঘোলাটে
অগাধ বেদনা
অনেক হয়েছে,
তুমিও প্রয়োজনহীন জগতে
আমার মত
অনেকে হয়েছে, ওঠো,
নাচের উঠোনে ছেড়ে দিয়ে এসো বিষধর সাপ..ডাকো, গ্রামের সকল যুবতী'দের, ডাকো,
সবাইকে ডাকো..
আশ্চর্য আগুন দিয়ে যাচ্ছি সমান ভাগে
আমার প্রস্তাব - আমাকে বাচিয়ে রাখা হোক
নতুবা, এই চললাম অরবিন্দুর সাথে
একজন সার্থক হত্যাকারীর সাথে
বড় নির্জনে দেখা হবার প্রয়োজনে...
এইযে..এইযে...