অরন্যপথে
ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে
একলা স্কুটার
আমাদের
ভেতরে আরো এক অরন্য জেগে ওঠে
সেই অরন্যে ঘুমিয়ে পড়ি
ঘুমের মাঝে বান্ধবী'রা অন্তর্বাস পাল্টাতে আসে
মৃদু কথা বলে
অরন্য মাঝে খুলে দিয়ে হাজার দরজা
আমাদের চিবিয়ে খায়
আমরা একদিন
একশো মানুষ
একশো স্কুটার
একশো বান্ধবী
নিয়ে
একশো অরন্যের দিকে
ছুটে চলেছি
এমন দৃশ্যের কথা
একে অপর'কে বলেছিলাম,
বলেছিলাম, আমাদের বয়স একশো হোলো - তবু হে বিস্ময়!