আজকাল আয়নায়
চোখ রেখে দেখি একদিন চুল কাঁচা ছিলো,
ছিলো কি কোঠর-গভীরে চোখ একদিন?
আমি আজকাল আয়নায়।
তুমি ছিলে তুমি ছিলে না,
ভুল ছিলো শুদ্ধ ছিলো, ছিলো ছিলো না
কত কিছু কত কী? এ থাকা না থাকায়
নেই বা আছে সবই।
সবই মিছেমিছি। একদিন;
আজকাল আমি আয়নায়।
আজকাল আয়নায়,
আয়না দেখি মুখ নয় চোখ নয় প্রতিবিম্ব
প্রশ্নবিদ্ধ; প্রত্যাশিত অশনি একদিন।
আমি আজকাল আয়নায়।