সপ্তম আকাশ হতে পাতাল
খানিক উপরে রসাতল তার মাঝে
পৃথিবীর পৃষ্ঠতলে দাঁড়িয়ে
চাঁদ-লণ্ঠনের স্নিগ্ধ আলো
বিস্ফারিত চোখে সূর্য মোহাবিষ্ট অতি
জাম গাছে ডাকে কালপেঁচা
কেউ বলে শ্মশান-কুলি, যাত্রাপথে
শবযাত্রা ডানে বাঁশ বনে ঢুকল
শেয়াল। কিংবদন্তি হতে চাই কিস্তিমাতে
ষষ্ঠইন্দ্রিয় চায় ইন্দাণীকে আপন
হাতে। কুমন্ত্রণা শুনে এগুতে থাকে দেহ
মন আজ ক্রীতদাস, ক্রমাগত বিলীন
খঞ্জনির সুরে বৈরাগী আমি খন্ডিত,
ইন্দ্রাণী তুমি কোথায়? এসো জল
দাও তপ্ত খরস্নায়ু শুধুই তোমার।