শুধু বান্দরই তো বুড়া হইলেও গাছে উঠে, না না,
অারও কেউ কেউ উঠে, অাবার নামে, অাবার উঠে, উঠেনামেউঠেনামেউঠেনামেউঠেনামেউঠেনামে; খেলে। চাল চালে, চাল খোলে; খেলে!
নীতিরাজের গেজেটে তো দেখচি
শুধু বান্দর নামটাই, মানুষের নাম পাই নাই,
শুনছিলাম লোকের নাম নাকি অাছে, উঠুকনামুক।
শব্দ-বায়ু-পানি-মানি-ধনি-জ্ঞানী-গুণি-নীতি-ইত্যাদি
দূষণদূষণদূষণ.........
চ্যাংড়া বয়স থাককাই প্র্যাকটিস করে অাসতেছে তাই বুড়া বয়সে তো
বেশি পারবেই। মাল দিয়া গোডাউন ভইরা ফালাইছে, ঘি খায় তো।
মাটিও খুইরাও ঢুকাইচে হালায়।
অামাগোর যে কিছু নাই হান্দাইবার!
সাবানপানি দিয়াই ধোন।
লেখাটি বর্তমান বাংলাদেশ এবং বিশ্বকেন্দ্রিক,
একটু ভেবে পড়ার অনুরোধ রইল।