মন যমুনার তীরে
বসেছে নীরব প্রেমেরে হাট,
পাঁজর ভেঙে
কিনে নাও,
ভালবাসার চইড় ঘাট।

চন্দনা চন্দ্রমুখী
প্রণয়ের ঘাটে এসে,
পদাঙ্ক একে দাও
নীরবতার ঘাসে।

নীরবতার উল্লাসে
মেতে উঠে,
বাক্য বানাও
শিশির সিক্ত হৃদয়ের মাঠে।

বাক্যের মাঝে
ঠেলে দাও,
প্রণয়ের দেহে আশ্রিত শব্দ;
শব্দে সুখের বৈকুন্ঠ জাগাও।

=====০০০=====