তোমার ভেঁজা চুল
ভিজিয়ে দিয়েছে হাহাকারের বালুচর,
তাই-
হাহাকারের অলিতে গলিতে
আজ স্বপ্নময় নৃত্যের দৃশ্যায়ন।

তোমার ভেঁজা চুলের ফোটা ফোটা জলে
শতাব্দী প্রাচীন শুকনো হৃদয়ে স্বপ্ন আশ্রিত মহাসাগর,
তাই-
হারানো স্বপ্নের তরী
আজ নতুন জলে ভাসমান।

তোমার ভেঁজা চুলের বিছানো নকশীকাঁথা
ভ্রান্ত পথের দুয়ারে হয়ে এসেছে নতুন সহচর,
তাই-
পথ হারানো স্বপ্নগুলো
আজ ভয়হীন পদযাত্রায় ধাবমান।

তোমার ভেজা চুলের না শুকানোর আকুতি
ভালবাসাহীনতা থেকে দুরে রাখতে অগ্রসর,
তাই-
ভালবাসা না পাওয়া খন্ডিত হৃদয়টাকে বদল করে
আজ ভালবাসার প্রদীপ হাতে দন্ডায়মান।