আজ আমার ভালবাসা
হৃদয়হীন এক উলঙ্গ নৃত্যের আস্ফালান,
তোমার কাছে
নরম ঘাঁসে লুকানো মাটির দগ্ধ সমীরণ।

আজ আমার ভালবাসা
প্রস্তর যুগের উন্মাদনার প্রজ্বলন,
তোমার কাছে
কবিতাহীন কবির দেয়াল লিখন।

আজ আমার ভালবাসা
তোমার জন্য নব প্রদীপের হাতছানি,
তোমার কাছে
ভাবনা রাজ্যের ভাবনাবিহীন কানাকানি।

আজ আমি ভালবাসতে চাই-
দিতে চাই শুকনো ভাটায় নব যৌবন জোয়ার,
তুমি যদি নিতে চাও-
তবে তোমার হাতেই রাখি হৃদয় আমার।

ভালবাসার প্রদীপ জ্বলে উঠুক প্রস্তর আঘাতে,
যদিও হয় ভুল;
তবুও নিভে যাক জ্বালাময়ী যন্ত্রণার নীল দংশন,
আবির্ভাব হোক সুখ পাপড়ির জোড়া ফুল।

====০০০=====