আজ আকাশ-
লজ্জার গহীন বনে
লজ্জাবতী গাছের পাতায় নিয়েছে ঠাই,
তুমি শুধু-
নীল শাড়ি পড়েছো তাই।
আজ রংধনুর সাত রং-
হালকা হতে হতে
বিবর্ণ হওয়ার করছে লড়াই,
তুমি শুধু-
সাত রংয়ের চুড়ি দিয়ে হাত ভরেছো তাই।
আজ বনলতার-
কেশ কাহিনী জীবনান্দের কবিতা থেকে
কেটে দিতে কবি’র পূনঃ জন্মের বিকল্প নাই,
তুমি শুধু-
কালো চুলের বিনুনী খুলে ছড়িয়ে রেখেছো তাই।
আজ সাদা মেঘের ভেলাগুলো-
হঠাৎ হঠাৎ থামতে গিয়ে বৃষ্টি জলে বিদায় নিয়ে
বলছে আমরা এবার যাই,
তুমি শুধু-
খোলা কেশে সাদা বনফুল গুজেছো তাই।
আজ সবুজ ঘাসের শিশির বিন্দু-
সকাল হতেই মিলিয়ে গিয়ে
বলছে তারা আমাদের আর খুঁজো নাকো ভাই,
তুমি শুধু-
নাকের ডগায় ঘাম জমিয়েছো তাই।
আজ নদীর জলে-
পাল তোলা সপ্তডিঙ্গা
দেখতে না আর পাই,
তুমি শুধু-
আমার দিকে নয়ন যুগল মেলে রেখেছো তাই।
আজ আমার জীবন-
নতুন করে হচ্ছে শুরু
জীবন ঘুড়ি শক্ত করে ধরেছে তার নাটাই,
তুমি শুধু-
সারা জীবন ভালাবাসা দিতে চেয়েছো তাই।
----০-----