লাল শাড়ীটির সৌন্দর্য জ্বলন্ত
তোমার ঘুমন্ত-
তোমায় যদি লাল শাড়ীতে বেশী ভাললাগে
বেশী বেশী ভালবাসতে মন চায়,
কার সে দায়?
তোমার নাকি লাল শাড়িটির
আমার কাছে তুমি,
আর দোকানীর কাছে
লাল শাড়িটির ভূমি।
লাল শাড়িটির জমিন
সৌন্দর্যে পাহাড় সমান,
এটা কে বলবে?
অবশ্যই দোকানী।
আর আমি কি বলব?
রূপ-সৌন্দের্যের স্কেলে
পাহাড় যদি একক হয়
তবে তোমার-
দশ পাহাড় গুণ টেন টু দি পাওয়ার এইট,
না এত কম নয় আরো বেশী;
অসীমের কাছা কাছি।
আসলে ঘুমন্ত রূপের কাছে
জ্বলন্ত সৌন্দর্য পরাজিত,
তাইতো তোমাকে ভালবাসি
যত পারি তত।
ঘুমন্ত রূপের নাক ডাকানি
জাগিয়ে দেবে,
জ্বলন্ত সৌন্দর্যের বেহুশ হওয়া ঘুম;
আসলে তুমি পড়লেই লাল শাড়িটি সুন্দর দেখাবে
না পড়লে গামছা অথবা-------
==========