চাঁদ যদি আর আলো না দেয়;
তোমার আলোয় স্নান করব,
দেখবে তুমি আমায়।
মেঘ যদি আর বৃষ্টি না দেয়;
তোমার হাসির বৃষ্টি দিয়ে,
শীতল থাকবো আমি মন জমিনের খরায়।
ফুল যদি আর সুবাস না দেয়;
তোমার মন বকুলের সুবাস নিয়ে,
ভাসবো আমি গন্ধরাজের ভেলায়।
ভালবাসা কেউ যদি আর না দেয়;
চাইবো আমি তোমার কাছে,
ফিরাবে না আমায়।
-------------------