যদি চেয়ে থাকি তাঁর দিকে,
চোখ আমার পলক যাত্রায় বিরত থাকে।
আমার হৃদয়ের শূণ্যতা ভরে যায়,
যদি তাঁর জন্য অনুভূতি জাগতে চায়।
নষ্ট স্মৃতিগুলো সৃষ্টিশীল হয়ে যায়,
যদি সে জানতে চায়-
পুরনো দিনের কথাগুলো কি তোমার মনে হয়?
নয়ন সাগরের লোনা জল সুপেয় হতে চায়,
যদি সে দুঃখ দিয়েও বলে-
আমার কোন ভুল হলো ক্ষমা করে দিও;
আমিতো বেঁচে আছি তোমার অপেক্ষায়।
আমার হৃদয় আকাশের চাঁদ আর তারাগুলো,
বিবর্ণ হওয়ার প্রস্তুতি নেয়;
যদি সে হাসতে চায়।
যদি সে হাসে-
চাঁদ আর তারাগুলো হৃদয় আকাশ ছেড়ে,
ভিনগ্রহে পরবাসী হয়ে পড়ে।
দুঃখগুলো বলে আমরা আর আসবোনা,
যদি সে বলে-
আমি কেন তোমার পাশে থাকবোনা?
পুরোনো গানের সুর
নতুনের চেয়ে নতুন হয়;
যদি গান শুধু সে গাইতে চায়।
তার অনুভবের আলতো ছোঁয়াই
বলে দেয়-
সে আমার প্রেয়সী।।
শুধুই-
সে আমার প্রেয়সী।।