যদি ঘুম ভেঙ্গে যায় হঠাৎ করেই,ক্লান্ত রাতের বেলায়,
ভেবে নিও আমি ছিলাম,তোমার স্বপন খেলায়,
বাতায়ন খুলে দেখো,আকাশের পানে,
চাঁদ হয়ে বসে আছি, দূর গগনে,
মিটি মিটি তারা হয়ে,চেয়ে আছি আমি,
জ্যোৎস্নার আলো হয়ে,বাতায়নে নামি,
কুয়াশার জল হয়ে,ছুয়ে যা-ই মন,
শীতের আবেশে মিলায়,প্রেমো আলাপন,,
চলো যাই হারিয়ে দূর অজানায়,
যেখানে মিলেছে আকাশ,অসীম সীমায়,
আঙুলের ভাঁজে ভাঁজে গেথে রাখি মন,
নয়নে নয়ন মিলে থেমে যাক ক্ষন,
ঝুম বরিষণে মাতি,হয়ে মাতোয়ারা,
মনের ইচ্ছে গুলো হোক দিশেহারা,,
ফাগুনের ফুল গুলো ফুটুক আবার,
সুখের রঙ হোক তোমার আমার,
গোধূলির সাথে মিশে,মুছে যাবে ব্যাথা,
আকাশের নীল হয়ে থেকে যাবো সেথা,
ভালোবাসার পাখি করে নিয়েছি যারে,
বুকের খাচায় তারে রেখেছি ভরে,